আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আরিফ উদ্দিন চৌধুরী ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মনোনীত


নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা’র সদর ইউনিয়নের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফকির আহমদ চৌধুরীর নাতি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মোঃ আরিফ উদ্দিন চৌধুরী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনোনীত হয়েছেন।

জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর স্বাক্ষরিত বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে সহ- সম্পাদক মনোনীত করা হয়েছে সাতকানিয়া সদর ইউনিয়নের কৃতি সন্তান মোঃ আরিফ উদ্দিন চৌধুরীকে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফকির আহমদ চৌধুরীর নাতি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত আছেন।

এ ব্যাপারে আরিফ উদ্দিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আমাকে সহ-সম্পাদক মনোনীত করায় আমি কৃতজ্ঞ ও আনন্দিত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর