আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফাইল ছবি

দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম দক্ষিণ জেলার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সোমবার (৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কার্যালয় থেকে এ অনুমোদন দেয়া হয়। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত অনুমোদন পত্রটি থেকে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে।’ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণার প্রায় নয় মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৭৫ সদস্যের এই কমিটিতে চট্টগ্রাম দক্ষিণের আট উপজেলার আওয়ামী লীগের নেতারা স্থান পেয়েছেন।

ছবি: দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের তালিকা

পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে রয়েছেন, মোতাহেরুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান। সহ সভাপতি এস এম আবুল কালাম, আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, হাবিবুর রহমান, আবু সুফিয়ান, শাহজাদা মহিউদ্দিন, মুজিবুর রহমান সিআইপি, অ্যাডভোকেট মুজিবুল হক, মো. কাশেম, মো. নাসির উদ্দিন, আইয়ুব আলী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রদীপ কুমার দাশ, অ্যাডভোকেট জহির উদ্দিন, মোসলেহ উদ্দিন মনসুর।

আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, কৃষি ও সমবায় সম্পাদক পদে গোলাম ফারুক ডলার, তথ্য ও গবেষণা সম্পাদক পদে আবদুল কাদের সুজন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকে মো. আবদুর রহিম, দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান শিবলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন ১৭ বছর পর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন ১২ ডিসেম্বর

ওবায়দুল কাদের জানান, নব-নির্বাচিত এই কমিটির সকল সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগকে আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।

ছবি: দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা

তিনি জানান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা নৃেতত্বে ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের সংগ্রামে জনগণকে সম্পৃক্ত এবং ঐক্যবদ্ধ করতে নতুন নেতৃত্ব যথাযথ ভূমিকা পালনে সক্ষম হবে।

ছবি: দক্ষিণ জেলা আওয়ামী লীগ কমিটির সদস্যদের তালিকা

কমিটির বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, কমিটিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম নেতৃত্ব নিয়ে আসার চেষ্টা করেছি। বৃহত্তরভাবে আওয়ামী লীগের লক্ষ্য যাঁরা পূরণ করতে পারবেন, তাঁদের আমরা কমিটিতে নিয়ে এসেছি। যারা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়ণ করার করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর