অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাামের (আইআইইউসি) ট্রাস্টি বোর্ডের রেজিস্ট্রেশন অনুমোদন করেছে সরকারের যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস)। বৃহস্পতিবার (৪ এপ্রিল) অনুমোদিত রেজিস্ট্রেশনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার, সাবেক সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে পুনরায় চেয়ারম্যান করা হয়। ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর থেকে এই রেজিস্ট্রেশন কার্যকর হওয়ার ফলে বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর আ.ন.ম. শামসুল ইসলাম নেতৃত্বাধীন আইআইইউসির ট্রাস্টি বোর্ডের পুরোনো রেজিস্ট্রেশন চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।
এর আগে ২০২১ সালের মার্চে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসাবে মনোনয়ন দেয়া হয়। তিনি খ্যাতিমান শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যদের নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করে আসছেন।
চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক এই সাংসদের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল ব্যক্তিত্বদের সমন্বয়ে পরিচালিত ট্রাস্টি বোর্ড বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষাবান্ধব নান্দনিক একাডেমিক পরিবেশ গড়ে তুলেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে প্রগতিশীল স্কলারদের। ঢেলে সাজানো হয়েছে একাডেমিক সেক্টর। বাস্তবায়িত হচ্ছে অনেকগুলো উন্নয়ন প্রকল্প। গবেষণা খাতে আমূল পরিবর্তনের লক্ষ্যে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। স্বচ্ছতা ও জবাবদিহীতার মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন পর্ষদ ও কমিটি গঠন করা হয়েছে নতুন করে। ক্যাম্পাসে উদযাপন করা হচ্ছে রাষ্ট্রীয় ও জাতীয় বিভিন্ন দিবস, আলোচনা সভা ও সেমিনার। অতীতে যে ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ কিংবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামই নেওয়ার সুযোগ ছিলো না, বর্তমানে সে ক্যাম্পাসে প্রতিষ্ঠা করা হয়েছে বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার।
আরও পড়ুন আইআইইউসির সাথে ইউএসএইডের সমঝোতা স্মারক সাক্ষরিত
আইআইইউসি ট্রাস্টি বোর্ড যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস) অনুমোদন পাওয়ায় আইআইইউসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, ‘আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাামকে আমরা এশিয়া মহাদেশের জ্ঞানচর্চার একটি সমৃদ্ধ ক্ষেত্র হিসেবে তৈরি করেছি। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে যেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবদান রাখতে পারে সেই উপযোগী একটি প্রতিষ্ঠান আমরা বিনির্মাণের উদ্যোগ নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি এই প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে একাডেমিক ও অবকাঠামো উন্নয়ন শুরু করেছি। ইতোমধ্যে আবকাঠামো উন্নয়নসহ অনেকগুলো উন্নয়ন প্রকল্প আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের মননে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ লালনের পরিবেশ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে স্থাপন করেছি বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার। এছাড়া বিশ্ব র্যাংকিংয়ে এগিয়ে নিতে একাডেমিক সিস্টেম আরো আধুনিক করার সব কার্যক্রম হাতে নিয়েছি আমরা। আমরা দায়িত্ব নেওয়ার পর ইউজিসি রেডমার্কিংও তুলে নিয়েছে। আমরা ছাত্র-ছাত্রীদের মোরালিটি ডেভেলপমেন্টের জন্যও বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। সকল আইনী প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস) থেকে রেজিস্ট্রেশন পেয়েছি ৪ এপ্রিল। ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর থেকে এই রেজিস্ট্রেশন কার্যকর হবে।’
যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ায় আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রফসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও অন্যান্য সদস্যবৃন্দ মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।