অনলাইন ডেস্কঃ মন্ত্রিসভার বৈঠকে ‘আমদানি ও রপ্তানি আইন-২০২৪’ সহ চারটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (১ এপ্রিল) গণভবনে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।
জানা গেছে, ‘আমদানি ও রপ্তানি আইন-২০২৪’ মূলত ইমপোর্ট ও এক্সপোর্ট (কন্ট্রোল) অ্যাক্ট-১৯৫০ এর আলোকে করা হয়েছে। ওই অ্যাক্টে কেবল পণ্যের কথা ছিলো। প্রস্তাবিত আইনে তার সঙ্গে সেবাও যুক্ত করা হচ্ছে।
আরও পড়ুন এসডিজি বাস্তবায়নে আইন প্রচার ও প্রয়োগ করুন
এ ছাড়া আরও তিনটি আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে। এগুলো গত বছরই মন্ত্রিসভায় অনুমোদন হয়েছিলো। কিন্তু জাতীয় সংসদে বিল পাস না হওয়ায় নিয়ম রক্ষার জন্য আবারো মন্ত্রীসভার অনুমোদন নিতে হচ্ছে।
প্রস্তাবিত আইন তিনটি হলো, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন-২০২৪’, ‘বিদেশি স্বেচ্ছাসেবাী সংস্থা (স্থাবর সম্পত্তি অর্জন নিয়ন্ত্রণ) আইন ২০২৪’ এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০২৪।
তথ্যসূত্র: বাসস
Leave a Reply