সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে সাম্প্রতিককালে ঘটে যাওয়া এক পিকআপ চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মাদক ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমিলাইষ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। শনিবার (১ জুন) উপজেলার আমিলাইষ ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, আমিলাইষ ইউনিয়ন একটি শান্তশিষ্ট এলাকা। কিন্তু কিছু দুঃষ্কৃতি ও সন্ত্রাসী দলের নাম ভাঙিয়ে এলাকায় কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই। পাশাপাশি এলাকায় তাদের বিরদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানাই।
আরও পড়ুন আমিলাইষে পহেলা বৈশাখের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত
মানববন্ধনে বক্তব্য রাখেন আমিলাইষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, আমিলাইষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ আজিজুল্লাহ (লিমন), আমিলাইষ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক আলমগীর সাদেক, সহ:সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আমিলাইষ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হারুন, ইউপি সদস্য বিপ্লব চক্রবর্তী, লোকমান হাকিম, নেজাম উদ্দিন, নুরুল ইসলাম, কাউসার উদ্দীন, আরাফাত হোসেনসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
উল্লেখ্য, গত দুইদিন আগে আমিলাইষ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শাহপারওয়াল বাড়িতে চোর সন্দেহে ছদাহা ইউনিয়নের এক পিকআপকে চালককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কিশোর গ্যাং ও সন্ত্রাসীরা।
Leave a Reply