আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: নবনির্মিত ঈদগাহ পরিদর্শন করছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী

ঈদের আগে চসিকে আরেকটি নতুন ঈদগাহ


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অর্থায়নে মোহাম্মদপুর ও মুরাদপুর এলাকায় ঈদগাহ নির্মাণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) নবনির্মিত এই ঈদগাহ পরিদর্শন করেছেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এসময় এলাকাবাসী মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আখতারুজ্জামান ফ্লাইওভারের নীচে একসময় যে স্থানটি ছিলো মাদকের আড্ডাস্থল মেয়রের উদ্যোগে সেটিই পরিণত হয়েছে নামাজের স্থানে৷ আগে এ এলাকায় রাস্তার উপর নামাজ পড়তে হতো। এ ঈদগাহটি নির্মাণ হওয়ায় এলাকাবাসীকে আর রাস্তায় নামাজ পড়তে হবেনা।

আরও পড়ুন স্থিতিশীল অর্থনীতি নির্মাণে সাম্প্রদায়িকতা রুখতে হবে: চসিক মেয়র

এলাকাবাসী মেয়রকে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরলে মেয়র প্রকৌশল বিভাগকে সমস্যাগুলো যাচাই করে সমাধানের নির্দেশনা দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মোবারক আলী, কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, উপ-সহকারী প্রকোশলী মশিউজাম্মান পাভেল, মহিউদ্দিন আহমেদ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর