চাটগাঁর সংবাদ ডেস্ক: জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সাথে বাংলাদেশের একটি নতুন চুক্তির আওতায় স্কুল ফিডিং কার্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে প্রাথমিকের আরো ১৪ লাখ শিক্ষার্থী। মঙ্গলবার (২৫ জুলাই) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডব্লিউএফপি’র সাথে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চুক্তি স্বাক্ষর বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, সোমবার (২৪ জুলাই) বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং কার্যক্রম সম্প্রসারণ ও উন্নত করার জন্য ডব্লিউএফপি-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
নতুন চুক্তিটির আওতায়, স্কুল ফিডিং কার্যক্রম ১৫০টিরও বেশি উপজেলায় সম্প্রসারিত করা হবে, যার ফলে সুবিধাভোগীর সংখ্যা ৩৭ লাখ শিক্ষার্থীতে উন্নীত হবে। এছাড়া বিস্কুটের পরিবর্তে ফল, দুধ, রুটি, ডিম ও অন্যান্য পুষ্টিকর খাবার দেয়া হবে।
এসময় মোমেন বলেন, এর ফলে ঝরে পড়ার হার ৭.৫ শতাংশ কমেছে এবং প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ১৪ শতাংশ বেড়েছে। এছাড়া সোমবার এখানে একটি ইভেন্টে বাংলাদেশ স্কুল মিল কোয়ালিশনের ৮৫তম সদস্য হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ সরকার ২০১০ সালে একটি স্কুল ফিডিং পদ্ধতি চালু করে এবং এখন এই কর্মসূচির আওতায় ১০৪টি উপজেলার ১৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২৩ লাখ শিক্ষার্থী খাবার পাচ্ছে।
Leave a Reply