আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

নাশকতা মামলায় গ্রেপ্তার এ্যানি


অনলাইন ডেস্কঃ নাশকতা মামলায় আদালতে বিএনপির প্রচার সম্পাদক ও দলটির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছেন পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাতে তাকে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডি থানার ওসি মো. পারভেজ ইসলাম জানান, ‘ধানমন্ডি থানার ২৫ নম্বর মামলায় এ্যানিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় তিনি এজহারনামীয় ২৯ নম্বর আসামি। এছাড়া তার বিরুদ্ধে লক্ষ্মীপুরে দুটি মামলায় পরোয়ানা জারি রয়েছে। পুলিশের পক্ষ থেকে তার সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’

এদিকে সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন জানান, ‘রাত দেড়টায় পুলিশ তার বাসার চারপাশে অবস্থান নিয়েছে। পুলিশ দরজায় লাথি মারছে। হুমকি দিচ্ছে দরজা না খুললে দরজা ভেঙে ভেতরে ঢুকে গুলি করবে।’ তিনি সব মামলায় জামিনে রয়েছেন বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে তাকে তুলে নিয়ে যায়।

স্বপন আরো জানান, এ্যানিকে আটকের খবর পেয়ে তিনি এবং বিএনপির আরেক নেতা মাহবুব উদ্দিন খোকন ধানমন্ডি থানায় যান। তারা সেখানে সারারাত ছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে আটক শহীদ উদ্দিন চৌধুরীর সঙ্গেও কথা বলেছেন তারা।

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর