টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। দীর্ঘ ১৩ বছর ধরে প্রকাশ্যে প্রেম করছেন তারা। আর এর ফলেই তাদের প্রেমের বিষয়টি কারও মধ্যে অজানা নয়। আর এত দিনের প্রেম থেকে বিয়েটা হচ্ছে কি-না এ নিয়ে ভক্ত মহলে গুঞ্জন হয় মাঝেমধ্যেই। তবে এসব গুঞ্জনে নতুন করে তথ্য দিয়ে আতঁকে দিলেন অঙ্কুশ। ১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে অর্থাৎ ভালোবাসা দিবস। এ দিন আবার অঙ্কুশের জন্মদিনও। আবার ঐ দিনই প্রেমের ১৩ বছর পূর্ণ হবে তাদের। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশের একটি পোস্ট চিন্তার ভাঁজ ফেলেছে দিয়েছে ভক্তদের মনে। সম্প্রতি তাদের চুম্বনের একটি মুহূর্ত শেয়ার করে ক্যাপশনে এ নায়ক লেখেন, কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না।
এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত। এরপর আবার এন্দ্রিলাকে মেনশন দেন এই অভিনেতা। জল্পনা বাড়িয়েছে অঙ্কুশের পোস্টের প্রথম বাক্য। বিয়েটা কেন হচ্ছে না, কী বিশেষ কারণ তা খোলাসা করে বলেননি অভিনেতা। ফলে অঙ্কুশের এই পোস্ট শোরগোল ফেলে দিয়েছে ভক্তদের মধ্যে।
Leave a Reply