শ.ম.গফুর(উখিয়া)কক্সবাজার >>> উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্রসহ এক রোহিঙ্গা আরসা সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।৬ অক্টোবর দিবাগত রাতে ১৫নং জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এই যৌথ অভিযান পরিচালনা করেন র্যাব,বিজিবি ও ১৫,৮ এবং ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।এ সময় অস্ত্র-গুলিসহ অস্ত্রধারী এক আরসা সদস্যকে গ্রেফতার করা হয়।জানা গেছে,ওই আরসা সন্ত্রাসী অস্ত্র-গুলিসহ সন্দেহজনকভাবে ক্যাম্প-১৫ ‘র এ/৬ ব্লক এলাকায় অবস্থান করছে,এমন তথ্যের ভিত্তিতে পালংখালী ইউনিয়নের জামতলী এলাকাস্থ ক্যাম্প-১৫ ‘র এ/৬ ব্লকের ইটের সলিং রাস্তার উপর পৌঁছালে যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে পেটান আলী নামের ওই রোহিঙ্গাকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃতের দেহ তল্লাশী করে তার হেফাজত হতে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান (এলজি) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত পেটান আলী (৪২)একজন রোহিঙ্গা নাগরিক।তার পিতার নাম আলী মিয়া।সে ক্যাম্প-১৪, ব্লক-ই/৩, হাকিমপাড়ায় আশ্রিত রোহিঙ্গা বাসিন্দা।সে ক্যাম্প-১৪’ র আরসা’র একজন সক্রিয় সদস্য। উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে বলে র্যাব-১৫’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply