আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চুনতিতে বিতর্ক প্রতিযোগীতা

চুনতিতে ৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা


লোহাগাড়া প্রতিনিধিঃ চুনতি লাইটহাউস ও ক্লাব একাত্তরের যৌথ উদ্যোগে চুনতির ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অমর একুশে বিতর্ক
প্রতিযোগিতার ২য় আসর শুরু হয়েছে। শনিবার (১০ জানিুয়ারি) বর্ণাঢ্য আয়োজনে প্রতিযোগিতাটির ২য় আসর শুরু হয়।

এর আগে বিতার্কিকদের সরব অংশগ্রহণে শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) সকাল
৯টায় লোহাগাড়ার চুনতী সীরতুন্নবী (স.) মিলনায়তনে ‘একুশে বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’ এর প্রথম পর্ব শুরু হয়। যাতে প্রতিদ্বন্দ্বিতা করেছে চুনতি হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, চুনতি ফাতেমা বতুল মহিলা (ফাজিল) মাদ্রাসা, চুনতি সরকারি মহিলা কলেজ, চুনতি উচ্চ বিদ্যালয়, চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় ও বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়।

দেশের স্বনামধন্য বিতর্ক সংগঠন ‘দৃষ্টি চট্টগ্রাম’ এর বিশেষ সহযোগিতায় গত দু’বছর ধরে এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের আয়োজনে মডারেটরের দায়িত্ব পালন করেছেন ‘দৃষ্টি চট্টগ্রাম’ এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি কসশাফুল হক শেহজাদ, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক জাহেদুর রহমান ও বিশিষ্ট লেখক ও শিল্পী আমিনুর রহমান প্রমাণিক।

আরও পড়ুন চুনতি দরবারে পবিত্র মেরাজুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত

বিচারক ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি সাকিব হোসাইন, সাধারণ সম্পাদক তন্ময় বড়ুয়া, কো ডিবেট এন্ড প্র্যাকটিস সেক্রেটারি তন্ময় তাহসিন। বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন কবি ও লেখক মিজান উদ্দিন খান বাবু, শিক্ষাবিদ ও শিল্পী আমিনুর রহমান প্রমাণিক, সিনিয়র শিক্ষক, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় এবং রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম এর সিনিয়র শিক্ষক রাহেলা বেগম (পাপিয়া)।

চুনতি লাইটহাউসের সাধারণ সম্পাদক রবিউল হাসান আশিক ও ক্লাব একাত্তরের সভাপতি তোহাব বিন হাবিব তজল্লির যৌথ সঞ্চালনায় অতিথি ছিলেন চুনতি মাহফিলে সীরতুন্নবী (স.) এর মতোয়াল্লি কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল মালেক মোহাম্মদ ইবনে দিনার নাজাত, চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও চুনতি লাইটহাউসের নির্বাহী কমিটির সদস্য গোলাম কিবরিয়া সাহেল, ক্লাব একাত্তরের সাধারণ সম্পাদক ইয়াসির খান সিদ্দিকী, অর্থ সম্পাদক মুহিতুল হক, হেলাল উদ্দিন ও তামজিদুর রহমান ফাহিদসহ চুনতি লাইটহাউস ও ক্লাব একাত্তর এর অন্যান্য নেতৃবৃন্দ।

সার্বিক এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে কনফিডেন্স সল্ট, কিউই ডিজাইন, গরবাখানা ও শেফস রুফটপ।

উল্লেখ্য, আগামী ২৩শে ফেব্রুয়ারি (শুক্রবার) সেমিফাইনাল, ফাইনাল ও পুরস্কার বিতরণীর মাধ্যমে প্রতিযোগীতাটি সমাপ্ত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর