শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলায় ছোটবন্ধুদের নতুন পোশাক উপহার প্রদান করেছে ‘আমার বন্ধু’ সংগঠন। আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) তালা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে উপস্থিত ছোটবন্ধুদের মধ্যে এ উপহার প্রদান করা হয়।
তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৩৫ জন ছোটবন্ধুর হাতে দুর্গাপূজার উপহার তুলে দেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও ‘আমার বন্ধু’ সংগঠনের সভাপতি এস এমস নাহিদ হাসান প্রমুখ।