আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ


আহসান উদ্দীন পারভেজ

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এম মোতালেবের সমর্থক এক চেয়ারম্যানের বাড়িতে হামল-ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশের উপস্থিতিতে দুর্বৃত্তরা পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান রিদোয়ানুল ইসলাম সুমনের বাড়ি ইছানগরে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের প্রচারকাজে নিয়োজিত একটি মাইক্রো, সিএনজিচালিত অটোরিকশা ও নির্বাচনি অফিসও ভাঙচুর করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের নির্বাচনের প্রধান সমন্বয়কারী ডা. আ ম ম মিনহাজুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১২টার পর নৌকার প্রার্থীর সমর্থকরা ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদোয়ানুল ইসলাম সুমনের বাড়িতে হামলা করতে থাকে। পরে থানা পুলিশকে জানানো হলে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান রিদোয়ানুল ইসলাম সুমন জানান, গভীর রাতে বর্তমান এমপি নদভী সাহেবের নামে স্লোগান দিতে দিতে আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়ি লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর