বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভা দেওয়ান হাট বৈরাগী পাড়া সড়কে আরসিসি ঢালাই কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।গত সোমবার দোহাজারী পৌর প্রশাসক বরাবর এ অভিযোগ করেন এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, দোহাজারী পৌরসভার দেওয়ানহাট বৈরাগী পাড়ার সড়কটি গত মে মাসে দোহাজারী পৌরসভা কর্তৃক টেন্ডার হয়ে আরসিসি ঢালাই দ্বারা উন্নতিকরণ করা হয়। উক্ত সড়কটি আরসিসি দ্বারা বাস্তবায়নে বিভিন্ন অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হয়েছে। সড়কটির ৫ইঞ্চি ঢালাই করার কথা থাকলেও বিভিন্ন জায়গায় ২ ইঞ্চি বিভিন্ন জায়গায় তিন বা চার ইঞ্চি ঢালাই করা হয়েছে। সড়কটি আরসিসি ঢালাইয়ের পর কমপক্ষে ৭দিন সকাল-বিকাল পানি দেওয়ার নিয়ম থাকলেও একদিনও পানি দেয় নাই। উল্লেখ্য যে, সরকারী বন্ধের দিনে তারা সড়কটি নিম্ন মানের ইট, কনক্রিট বালি দ্বারা তরিগড়ি করে ঢালাই দেওয়া হয়েছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেছেন , বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।