আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: লোহাগাড়ায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের গণসংযোগ

লোহাগাড়ায় ভোটের মাঠে সরব প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও


মুহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়াঃ আর মাত্র ৬দিন বাকি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫জুন লোহাগাড়ায় উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতীক নিয়ে গণসংযোগ করতে শুরু করেছেন। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

এবারের নির্বাচনী গণসংযোগে পুরুষের পাশাপাশি মহিলা ভোটারদের প্রাধান্য দিচ্ছেন প্রার্থীরা। তাই এলাকায় ভোটের মাঠে প্রচার-প্রচাণায় মহিলাদেরও সম্পৃক্ত করার প্রবণতা লক্ষ্য করা গেছে।

অন্যদিকে আসন্ন নির্বাচনে যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে নিজের ভোট দিতে পারে প্রার্থীদের কাছে সে প্রত্যাশা করছেন ভোটাররা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, ‘নির্বাচনে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট অনুষ্ঠিত হবে।’

এবার নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থীসহ মোট ৮জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন লোহাগাড়ায় নির্বাচনী উত্তাপ ছাপিয়ে স্মার্ট উপজেলা গড়ার অঙ্গীকার খোরশেদ আলমের

এরমধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী (আনারস প্রতীক), চুনতি ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী (ঘোড়া প্রতীক) এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুধ (মোটর সাইকেল প্রতীক) নিয়ে মাঠে রয়েছেন।

অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এম এস মামুন (চশমা প্রতীক), দক্ষিণ জেলা যুবলীগ নেতা জমিল উদ্দিন প্রকাশ জামিল(টিউবওয়েল প্রতীক) এবং ফরহাদুল ইসলাম (তালা প্রতীক) পেয়ে মাঠে রয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন তারা হলেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা এসএম আবদুল জব্বারের সহধর্মীনি, কলাউজান ইউপির দু’বারের সাবেক প্যানেল চেয়ারম্যান মিসেস জেনমিন আকতার (কলস প্রতীক) এবং দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহিন আকতার সানা (ফুটবল প্রতীক) নিয়ে মাঠে রয়েছেন।

উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৬২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ১০৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪ হাজার ৫১৮ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর