আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলমগীর বঈদীর মনোনয়নপত্র জমা


মুহাম্মদ আরফাত হোসেন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে চট্রগ্রাম ১০ (ডবলমুরিং হালিশহর, পাহাড়তলী, খুলশী আংশিক পাঁচলাইশ) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, সোলাইমান ফরিদ, যুগ্ম মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জেহাদি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক সিদ্দিকী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নিজামী, সহ সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ নুরুল আলম, মাওলানা নুরুছাফা আল কাদেরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল কবির রেজভী, শিল্প ও বানিজ্য সম্পাদক মাস্টার মুহাম্মদ ইউসুফ, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক ডা. মহিউদ্দিন হোসেন, আলাউদ্দিন খান, ফজল হক, যুবসনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ সাধারণ সম্পাদক এটিএম আবু তৈয়ব চৌধুরী, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক ডা. আসিফুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিন রেজা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক জিলক্বদ আলিফ তাওহীদ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর