আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আল কুরআন হচ্ছে ইসলামী জীবনবিধানের মূল উৎস


অনলাইন ডেস্ক

যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ১৪তম দিবসের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন লোহাগাড়া পুটিবিলা হামেদিয়া ফাযিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা শওকত উল্লাহ ফারুকী। চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচনা করেন কক্সবাজার বাহারছড়া কেন্দ্রিয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা শফিউল আলম, পেকুয়া রাজাখালি বেশারাতুল উলুম ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, ঢাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আরবি প্রভাষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ, নারায়ণগঞ্জ পুরান বন্দর শহিদী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা যায়েদ হাসান শরিয়তপুরি।

বক্তারা বলেন ইসলামী জীবনবিধানের মূল উৎস হচ্ছে আল কুরআন। আর রাসূলের (সা.) জীবন হচ্ছে কুরআনি আদর্শের বাস্তব রূপায়ন। এজন্য তাঁকে জীবন্ত কুরআন বা কুরআনের প্রতিচ্ছবি বলা হয়। মহান আল্লাহ তাই ঘোষণা করেন, ‘রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ।’ যে আদর্শ হাজার হাজার বছর ধরে মানুষের মধ্যে জীবন গড়ার অতুলনীয় উৎস হিসেবে কাজ করে চলেছে। মানুষ কীভাবে আদর্শ জীবনযাপন করতে পারে, সুন্দর সমাজ ও দেশ গড়তে পারে, মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে, জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে এক শান্তিময় বিশ্বের অধিবাসী হতে পারে- হজরত মুহাম্মদ (সা.) তাঁর কর্ম দিয়ে, আচরণ দিয়ে, উপদেশ দিয়ে প্রকৃতপক্ষে তারই পথনির্দেশ দিয়ে গেছেন। নবী করিম (সা.)’র মহান জীবনের প্রতিটি ধারায় অনুশীলনের উজ্জ্বল দৃষ্টান্তসমূহে সমৃদ্ধ জীবনচরিতই হতে পারে আমাদের কল্যাণ লাভের জন্য এক অনন্ত প্রেরণার উৎস।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আযাদ,সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত,সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী,আলহাজ্ব আবু তাহের, এইচ.এম. মাহাবুবুল হক,মাওলানা মোহাম্মদ জমিল উদ্দিন, সাইফুদ্দিন মোহাম্মদ তারেক, মোহাম্মদ যাহেদুর রহমান। কোরআন তেলাওয়াত ও না’আতে রসূল (স.) পরিবেশন করেন হাফেজ মাওলানা মুহাম্মদ আলী, সাঈদুল ইসলাম আকিব, ইকবাল হোছাইন আরিফ, রায়হানুল হক শাকিল, মুহাম্মদ টিপু সোলতান প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর