কাইছার হামিদ, নিজস্ব প্রতিবেদক
পশ্চিম সাতকানিয়ার একমাত্র মহিলা ধর্মিয় শিক্ষাপ্রতিষ্ঠান আল হেলাল মহিলা মাদ্রাসার নব গঠিত ম্যানেজিং কমিটির আহাবানে উপদেষ্টা পরিষদ,উন্নয়ন পরিষদ ও প্রবাসী ফোরামের সম্মানিত সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। আজ ১২ই অক্টোবর ২০২৪ শনিবার সকাল ৯টায় মাদ্রাসা মিলনায়তনে এই মতবিনিময় সভাটি অনুষ্টিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নব ম্যানেজিং কমিটির সভাপতি পুকুরিয়া আনছারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা ছাবের আহাম্মদ আনছারী, সেক্রেটারি সাবেক চেয়ারম্যান ডাক্তার মোহাম্মাম রেজাউল করিম, প্রফেসর আক্তার কামাল চৌ, মুফতি মাওলানা আহমদুর রহমান আনসারী, মাওলানা শফিক আহাম্মদ নইমি, অত্র মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমিন, মাওলানা জহির আহাম্মদ সিদ্দিকী, আলহাজ্ব মাহমিদুর রহমান, মাওলানা এরশাদুল হক, মুহাম্মদ,হাজী আমীর হুসেন, হাশেম, মাওলানা শফিকুর রহমান, মাওলানা জাকের, এহসানুল করিম, মাস্টার আবুল হুসেন, মাস্টার জাহাংগীর,জীয়াউল হক, শাহ আলম, মুহাম্মদ ইব্রাহিম, নুর মুহাম্মদ, আব্দুর রহিম, মাওলানা মালেক মিয়াজি, নাজীম উদ্দিন জুয়েল, নুর মুহাম্মদ সও, নুরুল কবির সহ আরো অনেকেই।
উপস্থিত আমন্ত্রিত অতিথি, উপদেষ্টা, উন্নয়ন, প্রবাসী ও পরিচালনা পরিষদের সদস্যরা গুরুত্বপূর্ণ পরামর্শ মূলক বক্তব্য রাখেন। উল্ল্যেখ্য মাদ্রাসা টি ১৯৯৫ সালে প্রয়াত সাংবাদিক আলহাজ্ব হেলাল হুমায়ুন প্রতিষ্ঠা করেন। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সভাটি সম্পন্ন হয়।