অগ্রণী ব্যাংক পিএলসির চট্টগ্রাম সার্কেলের সর্বস্তরের নির্বাহীদের সংগঠন অগ্রণী ব্যাংক এক্সিকিউটিভ ক্লাব চট্টগ্রামের ২০২৪ সালের এক বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গত ২৪ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম সার্কেল সচিবালয়ের সভাকক্ষে গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হন চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক লক্ষণ চন্দ্র দাস, সহ-সভাপতি লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক সাইফুদ্দিন খান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক সাজ্জাদুল আলম মানিক, সাধারণ সম্পাদক মেডিকেল কলেজ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান বিজয় বড়ুয়া, যুগ্ম সম্পাদক বন্দর শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান আলী মিয়া, বাণিজ্যিক এলাকা শাখার সহকারী মহাব্যবস্থাপক শামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক নিউ মার্কেট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক আসাদগঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান যোবায়রুল হক, মহিলা সম্পাদিকা লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক শিউলি চৌধুরী, কার্যকরী সদস্য চট্টগ্রাম উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক অজয় চৌধুরী, ইপিজেড কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান নাসিমুল হক। বক্তারা চট্টগ্রামের সর্বস্তরের নির্বাহীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ব্যাংকের উন্নতি ও অগ্রগতির জন্য ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে সর্বস্তরের নির্বাহী কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধভাবে কাজ করে অগ্রণী ব্যাংককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সকল অগ্রণীয়ানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
Leave a Reply