দেশের একটি বড় অংশ টানা ৪ ঘন্টার বেশি বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। আজ মঙ্গলবার ৪ অক্টোবর দুপুর ২ টার পর থেকে চট্টগ্রামের প্রায় সব এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে এ সংকট তৈরি হয়েছে। তবে সন্ধ্যের পর রাজধানীসহ কিছু কিছু এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করেছে। রাতের মধ্যে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিদ্যুৎ বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর আসলাম উদ্দিন জানান, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জ, গাজীপুর (আংশিক), ঢাকা (আংশিক), চট্টগ্রাম (প্রায় রিকভার), সিলেট (আংশিক) নারায়ণগঞ্জ (আংশিক) এলাকায় বিদ্যুৎ এসেছে।
তিনি জানান, ঢাকায় লোড বেশি লাগবে। তাই ঢাকায় ধীরে বিদ্যুৎ আসবে। সিস্টেমের স্ট্যাবিলিটি মোটামুটি সন্তোষজনক না হলে ঢাকায় হেভি লোডে রিস্টোর ঝুঁকিপূর্ণ।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমির আলী বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর এয়ারপোর্ট ও উত্তরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আশা করছি রাতের মধ্যে আমাদের সম্পূর্ণ বিতরণ এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করতে পারবো। তিনি জানান, সাড়ে ৬টা নাগাদ প্রায় ২শ’ মেগাওয়াট বিদ্যুৎ আমরা পেয়েছি। এখন টঙ্গীতে আংশিক, মিরপুর ডিওএইচএস, গুলশানের আংশিক, বসুন্ধরা ও ডিপলোমেটিক জোনে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছি।
অন্যদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, শ্যামপুর, ধানমন্ডি, সিদ্ধিরগঞ্জ, কল্যাণপুর, মানিকনগরে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। অন্যান্য এলাকায় দ্রুত চালু হবে বলে আশা করেন তিনি।
Leave a Reply