অনুমোদন ছাড়া বালু উত্তোলন করায় হাটহাজারীতে রাসেল নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ফরহাদাবাদ ইউনিয়নের হালদা নদী সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে বালুবোঝাই ট্রাকটি আটক করা হয়।
বালু উত্তোলন বন্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের নিয়মিত মনিটরিংয়ের জন্য বলা হয়েছে।
তিনি আরো বলেন, আটককৃত মো. রাসেলকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
জিজ্ঞাসাবাদে রাসেল জানায়, তারা হালদা নদীর শাখা খাল ও পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলন করে, তবে তাদের বালু তোলার কোনও অনুমোদন নেই।
তিনি আরো বলেন, হালদার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪