সরওয়ার কামাল, মহেশখালীঃ উপজেলায় এবার নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সহকারী রিটানিং কর্মকর্তা বিমেলেন্দু কিশোর পালের সঞ্চালনায় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমার সভাপতিত্বে মতবিনিময় সভাটিতে প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম কুদ্দুস চৌধুরী, জয়নাল আবেদীন ও শরীফ বাদশাহ প্রমুখ। অন্যদিকে প্রশাসনের পক্ষে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজবীর হোসেন, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।
এসময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে শতভাগ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ইউএনও মীকি মারমা বলেন, ‘আচরণ বিধিমালা লঙ্ঘন করে অনেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। যত্রতত্র পোস্টার লাগানো হয়েছে। কিন্তু সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর।’
তিনি আচরণ বিধিমালা মেনে নির্বাচনী প্রচারণা চালানোর পাশাপাশি বিধিমালা লঙ্ঘন করে লাগানো পোস্টার অবিলম্বে সরিয়ে নেওয়ার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন ওজন ও পরিমাপে লঙ্ঘিত হচ্ছে আইন
সহকারী রিটানিং কর্মকর্তা বিমেলেন্দু কিশোর পাল বলেন, ‘এই নির্বাচনে কোনো পেশীশক্তি, অস্ত্রবাজ, সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রতিটি কেন্দ্রের বাইরে এবং ভেতরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে নির্বাচন অনুষ্ঠানের আগে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন থাকবে নির্বাচনী মাঠে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী এবং ভোটারদের চাওয়া অনুসারেই উপজেলা পরিষদ নির্বাচন হবে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে শতভাগ সুষ্ঠু ভোট। এজন্য সর্বমহলের আন্তরিক সহায়তা প্রয়োজন।’
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করার পাশাপাশি প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রথম ধাপে আগামী ৮ মে কক্সবাজার জেলার তিনটি উপজেলায় ভোট হবে। মহেশখালী ছাড়া বাকি দু’টি হলো কক্সবাজার সদর ও কুতুবদিয়া। এবার মহেশখালীতে ভোটারের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৪৫৮ জন।