আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: সর্দানি পাড়া এনাম সওদাগরের দোকানের উত্তর পার্শ্বের বেশির ভাগ অংশ ভেঙ্গে গেছে

ডলুর তীব্র স্রোতে ভেঙ্গেছে আধুনগর-গারাঙ্গিয়া সড়ক


মুহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়াঃ গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বিপৎসীমার ওপর দিয়ে বইছে ডলু নদীর পানি। এ কারণে আধুনগর-গারাঙ্গিয়াসহ ইতোমধ্যে বেশ কয়েকটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সরজমিনে দেখা গেছে, পানির অতিরিক্ত স্রোত বৃদ্ধি পাওয়ার কারণে আধুনগর হয়ে সড়কের সর্দানি পাড়া এনাম সওদাগরের দোকানের উত্তর পার্শ্বের বেশির ভাগ অংশ ভেঙ্গে গেছে। এর ফলে সড়কটি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা।

প্রসঙ্গত, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সর্দানি পাড়া-গারাঙ্গীয়া সড়ক একটি জনগুরুত্বপুর্ণ সড়ক। এ সড়ক দিয়ে শত শত শিক্ষার্থীসহ নানা শ্রেনি পেশার মানুষ ও যানবাহন যাতায়াত করে।

আরও পড়ুন লোহাগাড়ায় ডেঙ্গু চিকিৎসায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ

স্থানীয়রা বলছেন, ডলু নদীর তীব্র স্রোতের কারণে সড়কটি ভেঙ্গে যাওয়ায় এলাকার সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েছে। সড়কের বাকি অংশ ভেঙ্গে গেলে স্থানীয় অসংখ্য বাড়িঘর পুকুর ডুবে যাবে। এমনকি ঘরবাড়িও বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এ প্রসঙ্গে আলাপকালে তরুণ সমাজ সেবক ও লোহাগাড়া সাউন্ড হেলথ্ হাসপাতালের সহকারী ম্যানেজার তফসির উদ্দিন চাটগাঁর সংবাদকে বলেন, ‘গত বছর (২০২৩ সাল) ভারি বর্ষণে এ সড়কটির কিছু অংশ ভেঙ্গে গিয়েছিল। সড়কটি সংস্কার করলেও সেটি বেশিদিন টেকসই হয়নি। এবারে টানা তিনদিন ধরে অতিরিক্ত বৃষ্টির পানিতে ডলু খালের তীব্র স্রোতের কারণে সড়কটির বেশ কিছু অংশ ভেঙ্গে গেছে। বাকি অংশটুকু ভেঙ্গে গেলে আমাদের এলাকার ঘরবাড়ি বিলীন হয়ে যাবে। দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর