যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ১৩তম দিবসের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ২৭ সেপ্টেম্বর ২০২৪ জুমাবার অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন বাঁশখালী পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোশাররফ হোছাইন, লোহাগাড়া কলাউজান রশিদিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু বকর।
চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা জিয়াউল করিম'র সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচনা করেন কক্সবাজার খুরুশকুল তাফহিমুল কুরআন সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ্ব মাওলানা জয়নুল আবেদীন, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক (আরবি) মাওলানা শহিদুল ইসলাম নিজামী, চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ড. মাওলানা মাহবুবুর রহমান, কক্সবাজার উখিয়া দরবার শরিফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা আহমদ হোছাইন, চট্টগ্রাম কামালে ইশকে মুস্তফা (স.) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোয়াহা মুহাম্মদ মুদ্দাসসির, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফারুক হোছাইন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব আহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, মাওলানা ফারুক হোসেন বলেন মদ ও নেশাজাতীয় দ্রব্যের হুকুম ও ভয়াবহ পরিণতি নেশা ও মাদক মানব-সভ্যতার চরম শত্রু। এটা জীবন ও সম্ভাবনাকে নষ্ট করে, শান্তির পরিবারে অশান্তির আগুন প্রজ্জ্বলিত করে এবং সমাজে অনাচার ও অস্থিরতা সৃষ্টি করে। নেশা ও মাদক সভ্যতার চাকা পিছনের দিকে ঘুরিয়ে দেয়। তাই কল্যাণের ধর্ম ইসলামে নেশা ও মাদক সম্পূর্ণ হারাম।মাওলানা জয়নুল আবেদিন ওমা আর সালনাকা রাহমুতুলিল আলামিন এর উপর আলোচনাকালে বলেন হযরত মোহাম্মদ (স.) সমগ্র মানবতার মহান শিক্ষক তিনি আল্লাহর বান্দা ও রাসূল। খাতামুন্নাবিয়্যীন, রাহমাতুল্লিল আলামীন। সমগ্র মানবতার তিনি মহান শিক্ষক। তাঁর শিক্ষারই আজ সবচেয়ে বেশি প্রয়োজন। মানুষের চেতনা-বিশ্বাস, স্বভাব-চরিত্র,আচার-আচরণ, সবকিছুর জন্য তিনি সর্বোত্তম আদর্শ। এই পৃথিবীকে বারবার তাঁর আদর্শ এর কাছেই ফিরে আসতে হবে। তাঁর আদর্শের সাহচর্য গ্রহণ করতে হবে। এই রুগ্ণ পৃথিবীর এ ছাড়া মুক্তির কোনো উপায় নেই। মাওলানা শহিদুল ইসলাম নিজামী দাওয়াতে দ্বীনের প্রয়োজনীয়তা বিষিয়ে আলোচনায় বলেন সুষ্ঠু সমাজ বিনির্মাণে দাওয়াতের গুরুত্ব অপরিসীম। সুষ্ঠু সমাজ বিনির্মাণে দাওয়াতের গুরুত্ব ‘আর তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, যারা মানুষকে কল্যাণের দিকে আহবান করবে ও অন্যায় থেকে নিষেধ করবে। তারাই হ’ল সফলকাম’ কোরআন তেলাওয়াত ও না’আতে রসূল (স.) পরিবেশন করেন ক্বারী হাফেজ আবু যাহেদ, ওসাইদুর রহমান, গিয়াস উদ্দিন রুকন, আবদুল্লাহ আল জাওয়াহিরি জুলফিক, ক্বারী আবু সালেহ আনোয়ারী, বাহরুল আসরার, মাওলানা সাইফুদ্দিন।
মাহফিলে আরো উপস্থিতি ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আযাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত,বাংলাদেশ জাতিয়তাবাদি দল সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব জামাল হোসেন,চট্টগ্রাম আইয়নজিবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন ,সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম বজলুর রশীদ মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এরশাদুর রহমান রিটু,আলহাজ্ব আবু তাহের,এইচ.এম. মাহাবুবুল হক,সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক, কাজী আরিফ ইসলাম, যাহেদুর রহমান প্রমুখ।