আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আবারও বড়পর্দায় নতুন রূপে ফিরছেন চিত্রনায়িকা পপি


বিনোদন ডেস্ক

আবারও রূপালি পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পপি। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নিয়েছিলেন এই অভিনেত্রী। চলচ্চিত্রের কারও সঙ্গে ছিল না যোগাযোগ। তাকে নিয়ে নির্মীয়মাণসিনেমাগুলোও আটকে আছে। তবে পপি ভক্তদের জন্য এবার সুখবর দিলেন নির্মাতা সাদেক আলি।

জানা গেছে, আগস্টের শেষ সপ্তাহে পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এতে পপির চিত্রনায়ক আমিন খান।

বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক সাদেক সিদ্দিক। তিনি জানান, ২৩ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

তিনি জানান, ‘ডাইরেক্ট অ্যাকশন’ছবিটি সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে। একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তবে আমিন খানের চরিত্রটি পরিষ্কার করেননি নির্মাতা। শুধু জানিয়েছেন আমিন খানের চরিত্রে অনেক টুইস্ট আছে।

মুক্তি নিয়ে পপির সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, নায়িকার সাথে কোনও যোগাযোগ হয়নি। তবে পরিচালক যোগ করেন, শুটিং চলাকালীন পপি বলেছিলেন ‘যেদিন বিয়ে করবে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবে। আর কখনো সিনেমায় ফিরবে না এবং মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগ রাখবে না।’

তিনি সেটাই করেছেন। বিয়ে ও সন্তানের পর নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছেন পপি। কোনও প্লাটফর্মেই তার সাড়াশব্দ নেই।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, অভি, চিত্রনায়িকা শিরিন শিলা প্রমুখ।

প্রসঙ্গত, মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন সাদিকা পারভিন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি।

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের কুলি ছায়াছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন তিনি। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’ ছায়াছবিতে অভিনয়ের করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুস্কাররে ভূষিত হয়েছেন।

এ ছাড়া তার অভিনীত ছবির মধ্যে-আমার ঘর আমার বেহেশত, চারিদিকে শত্রু, দরদী সন্তান, বিদ্রোহ চারিদিকে, ভালবাসার ঘর, কে আমার বাবা, জিদ্দী, দুজন দুজনার, হীরা চুনি পান্না, মা যখন বিচারক, প্রাণের প্রিয়তমা, বিশ্ব বাটপার, বস্তির রানী সুরিয়া, মান্না ভাই, প্রেম করেছি বেশ করেছি, বিদ্রোহী পদ্মা, রানীকুঠির বাকী ইতিহাস, গার্মেন্টস কন্যা, পৌষ মাসের পিরীত উল্লেখযোগ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর