বিয়ে করেছেন ছোট পর্দার তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পাত্র শেখ রেজওয়ান। যার সাথে সাড়ে ৮ বছর ধরে সম্পর্কে ছিলেন তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী। বিগত দিনে তার ছায়া হয়ে পাশে ছিলেন রেজওয়ান। সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে প্রেমিক শেখ রেজওয়ানের সাথে একটি ছবি প্রকাশে করে বিস্তারিত তুলে ধরেন ফারিণ।
জানান, ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। সবকিছু খুব দ্রুত হয়েছে জানিয়ে ফারিণ জানান, তার বর দেশের বাইরে কর্মরত। বর দেশে ফিরলে ধুমধাম আয়োজনে বন্ধু বান্ধব ও ইন্ডাস্ট্রির কলিগদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের কথাও জানান ফারিণ। দীর্ঘ স্ট্যাটাসের বেশীর ভাগ জুড়েই জায়গা করে নিয়েছেন প্রেমিক শেখ রেজওয়ান। তার প্রতি নিজের মুগ্ধতা নিয়ে অকপট ফারিণ। দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে থাকার পরেও এখনও প্রেমিকের উপস্থিতিতে আন্দোলিত অনুভব করেন ফারিণ।
ফারিণ জানান, রেজওয়ানের সাথে তার প্রেমের শুরু কলেজ জীবন থেকে। অভিনয় জগতে পা রাখার পর জীবন দ্রুত বদলে যায়। আর এই সময়টাতেও ছায়া হয়ে পাশে ছিলেন রেজওয়ান। রেজওয়ানকে স্বামী হিসেবে পাওয়া যেন ফারিণের কাছে স্বপ্ন পূরণের সামিল। শুধু তাই নয়, কিশোরবেলার প্রেমিক রেজওয়ানকে স্বামী হিসেবে পেয়ে নিজেকে জগতের সবচেয়ে ভাগ্যবান মেয়ে বলেও মন্তব্য করলেন ফারিণ।