আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে সাংবাদিকদের সাথে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট কামেলা খানম রুপা চন্দনাইশ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাঁর নিজ কার্যালয়ে উন্নয়ন ও বিভিন্ন কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে এ মতবিনিময় সভা করা হয়।

ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এডভোকেট কামেল খানম রুপা তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পন। সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন এলাকার তথ্য ও খবরাখবর জানা যায়। তিনি বলেন, আমার সকল ভালো কাজে উৎসাহ দিবেন এবং সকল ভালো কাজে আপনাদের সহযোগিতা চাই। স্বল্প সময়ে এলাকার উন্নয়নের জন্য আমি আমার সাধ্যমত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। বিশেষ করে চন্দনাইশের মানুষকে ভালো রাখতে ও ভালো কাজ করতে সকলের সহযোগিতা চাই।

উল্লেখ্য, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় গত ২৮ নভেম্বর পদত্যাগ করেন। উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ কামেলা খানম রুপা ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে গত ৫ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর