বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশ থানা পুলিশ ধর্ষণ মামলার আসামী জামশেদুর রহমান টিপু (২৭) কে আটক করে গতকাল ৫ নভেম্বর আদালতে প্রেরণ করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বরমা শেবন্দি রাউলীবাগ এলাকার মো. আলমের ছেলে অটোরিক্সাচালক জামশেদুর রহমান টিপু একই এলাকার নবম শ্রেণির ছাত্রী ছদ্মনাম শারমিন সুলতানা (১৫) কে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৬ অক্টোবর স্কুলে যাওয়ার পথে বরমা আইডিয়াল পাবলিক স্কুলের সামনে থেকে তুলে নিয়ে আনোয়ারা পারকি চর এলাকার একটি আবাসিক হোটেলে একাধিকবার ধর্ষণ করে। এ ব্যাপারে তার পিতা বাদী হয়ে গত ৪ নভেম্বর চন্দনাইশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ জামশেদকে গত ৪ নভেম্বর রাতে আটক করে গতকাল ৫ নভেম্বর আদালতে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। ভিকটিম শারমিন সুলতানাকে আদালতে ফৌজদারী কার্যবিধির ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এস আই নুরুল ইসলাম।