আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে জাতীয় নির্বাচনে হাশিমপুর ইউপি চেয়ারম্যানকে মারধরের মামলায় আসামী জসিম হাজতে


অনলাইন ডেস্ক:

জাতীয় নির্বাচনের দিন তথা ৭ জানুয়ারী ভোট কেন্দ্র যাওয়ার পথে হাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইছহাককে একই এলাকার মৃত আলী উজ্জমানের ছেলে জসিম উদ্দীন (৪২) ও অপর ৩ জন মিলে মারধর করে গুরুতর আহত করে।

এ ব্যাপারে খোরশেদ বিন ইছহাক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সে মামলায় আসামী জসিম উদ্দীন হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন নিয়ে মেয়াদ শেষে ২২ এপ্রিল (সোমবার) জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমপর্ন করলে জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঁইয়া জামিন আবেদন না মঞ্জুর করে আসামী জসিম উদ্দীনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর