আজ ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা 


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ এবং বরণ ও সদ্য সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিদায় অনুষ্ঠান ২৪ জুন সোমবার অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় এবং ইউএনও, এসি (ল্যান্ড) ও থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় নিজ নিজ অফিসকক্ষে আসন ও দায়িত্ব গ্রহণ করেন। এরপর দিনের কর্মসূচিতে ছিল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক উপজেলা উন্নয়ন সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা। দুপুর সাড়ে ১২ টায় একই হলে অনুষ্ঠিত হয় বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বরণ ও বিদায় অনুষ্ঠান বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্রয় যথাক্রমে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ, ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খালেদা আক্তার চৌধুরী, বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, হাবীবুর রহমান, ফেরদৌস ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. ইরফান, অফিসার ক্লাবের সেক্রেটারি ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আজাদ হোসেন, নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জামান রেনু, উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী, ইউএসইও এসএম জিন্নাহ, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী আবু সুফিয়ান, উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য নারীনেত্রী সঞ্চিতা বড়ুয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি প্রমূখ।

এসময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ, ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ ও সদ্যবিদায়ী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রূপাকে বিদায় জানানো হয়।

আগামী ৫ বছর চন্দনাইশবাসীর কল্যাণে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য চন্দনাইশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ বলেন, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের হাতকে শক্তিশালী করে চন্দনাইশ উপজেলার উন্নয়নে কাজ করতে সকলের সহযোগিতা চাই।

বিদায় সংবর্ধনার জবাবে সদ্য সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রূপা তাঁর দায়িত্বকালে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ জনগণের সার্বিক সহযোগিতার জন্য সবাইকে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর