সৈয়দ শিবলী ছাদেক কফিলঃ চন্দনাইশ উপজেলার সদ্যবিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর বিদায় ও নবাগত সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী জিমরান মোহাম্মদ সায়েক'র বরণ অনুষ্ঠান ৪ সেপ্টেম্বর ২০২২ রোববার কাশেম-মাহবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অফিসার্স ক্লাব আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি নাছরীন আক্তার। এতে সংবর্ধিত অতিথি ছিলেন বিদায়ী এসি-ল্যান্ড গালিব চৌধুরী ও নবাগত এসি-ল্যান্ড জিমরান মোহাম্মদ সায়েক।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী দাস, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, আওয়ামীলীগ আহসান ফারুক প্রমুখ। বক্তব্যের পূর্বে সংবর্ধিত অতিথিদের হাতে ফুলের বুকেট ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হাসান আহসানুল কবির।
পরে উপজেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।