মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদ্য পদত্যাগকৃত সদস্য ‘ঘোড়া’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ আবু আহমদ চৌধুরী’র নির্বাচনী প্রচারণায় উপজেলার পাহাড়বেষ্টিত ধোপাছড়ি ইউনিয়নে জনতার ঢল নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৬ মে) ধোপাছড়ি ইউনিয়নের মংলার মুখ, শান্তির বাজার, শঙ্খর কুল, চিড়িংঘাটা, ধোপাছড়ি বাজার, চাপাছড়ি, শামুকছড়ি, লেকঘাটা, চেমির মুখ এলাকায় নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণকালে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসময় মুহুর্মুহু করতালি স্লোগান আর উচ্ছ্বাসে আবু আহমদ চৌধুরীকে স্বাগত জানায় স্থানীয় লোকজন। এসময় তাঁকে ফুল দিয়ে বরণ করার পাশাপাশি তাঁর মার্কা “ঘোড়া, ঘোড়া” বলে স্লোগানে প্রকম্পিত করে স্থানীয় লোকজন।
এসময় তাঁর সঙ্গে ছিলেন ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা আওয়ামী লীগ সদস্য আবুল কালাম মেম্বার, ধোপাছড়ি ইউ.পি সদস্য জয়নাল আবেদীন, নুরুল কবির, আশরাফ উদ্দীন ভুঁইয়া, মহিলা ইউ.পি সদস্য লতিফা আক্তার, সাবেক ইউপি সদস্য বিকাশ, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোস্তাকসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় বক্তব্য রাখার সময় আলহাজ আবু আহমদ চৌধুরী বলেন, “আগামী ২৯ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আমি নির্বাচিত হলে চন্দনাইশ উপজেলায় মাদক, কিশোরগ্যাং, সন্ত্রাস, নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করে এ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। আপনারা আগামী ২৯ মে ‘ঘোড়া’ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।
Leave a Reply