আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘোড়া মার্কায় ভোট চেয়ে দোহাজারী পৌরসভায় আবু আহমদ চৌধুরী’র ব্যাপক গনসংযোগ


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে ‘ঘোড়া’ মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদ্য পদত্যাগকৃত সদস্য আলহাজ আবু আহমদ চৌধুরী। কর্মী-সমর্থকদের নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার সর্বত্র মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট এবং দোয়া চাচ্ছেন। পাশাপাশি সাধারন ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বৃহস্পতিবার (২৩ মে) ও শুক্রবার (২৪ মে) সারা দিন উপজেলার দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ‘ঘোড়া’ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেন তিনি। গনসংযোগে বিপুল লোকের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে। প্রচারণায় ব্যাপক সাড়াও মিলছে সব বয়সের ভোটারদের কাছে। নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণকালে তাঁর সঙ্গে ছিলেন- দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম, কাউন্সিলর মোহাঃ শাহ্ আলম, মাওলানা মোহাং নাজিম উদ্দীন, মোহাম্মদ ইদ্রিস, চিত্ত রঞ্জন বিশ্বাস, আব্দুল আজিজ মাসুম, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, ব্যবসায়ী নেতা বাহাদুর ইসলাম, পৌর যুবলীগ যুগ্ম আহবায়ক মোহাম্মদ সোলাইমান, সাইফুল ইসলাম সুমন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সালাহউদ্দিন, জমির উদ্দিন সোহেল, সেলিম জাবেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

দোহাজারী পৌরসভা সদরে পথসভায় বক্তব্য রাখার সময় আলহাজ আবু আহমদ চৌধুরী বলেন, “আমি রাজনীতিতে পরীক্ষিত একজন কর্মী। তাই জনগণের সেবা করা জন্যই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছি। রাজনৈতিক কর্মী হওয়ায় চন্দনাইশের সর্বস্তরের জনগণের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। জেলা পরিষদের সদস্য থাকাকালীন সময়ে আমি আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করেছি চন্দনাইশের মানুষের জন্য কাজ করে তাদের সুখে-দুঃখে পাশে থাকার জন্য। এখনো সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও থাকতে চাই।” তিনি আরো বলেন, “উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। উপজেলায় সৎ ও আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণের কল্যানে কাজ হবে। আমি নির্বাচিত হলে চন্দনাইশ উপজেলায় মাদক, কিশোরগ্যাং, সন্ত্রাস, নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করে এ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। আপনারা আগামী ২৯ মে ‘ঘোড়া’ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর