জেলা প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে অভিযান চালিয়ে ৯শ ফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী। জব্দ কাঠের বাজার মূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা। সোমবার বিকালে বন বিভাগের কাছে এ কাঠ হস্তান্তর করে আলীকদম সেনা জোন।
খোঁজ নিয়ে জানা গেছে, ৩১ বীর আলীকদম জোনের আওতাধীন নয়াপাড়া ইউনিয়নের গয়াম ঝিরি বাসুদেব কারবারি পাড়ায় অবৈধভাবে ৯শ ঘনফুট সেগুন কাঠ রবিবার রাতে পাচারের উদ্দেশ্যে রাখা হয়। গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি বি-টাইপ টহল দল অভিযান চালিয়ে এ কাঠ জব্দ করে। জব্দ কাঠের মালিকের পরিচয় পাওয়া যায়নি। লামা বন বিভাগের তৈন রেঞ্জ কর্মকর্তা আবুল কাশেম জব্দ কাঠ বন বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে জানান।
Leave a Reply