আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মো. ফখরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি

মনোনয়নপত্র জমা দিলেন এবিএম ফজলে করিম চৌধুরী


সোহেল রানা, রাউজান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ আসনের (রাউজান) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী এমপি উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৮ নভেম্বর তিনি রিটার্নিং অফিসার চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের হাতে মনোনয়নপত্র জমা দেন। চট্টগ্রামে তিনিই প্রথম মনোনয়নপত্র জমা দিলেন। এবিএম ফজলে করিম চৌধুরীর মনোনয়নপত্র জমাদানের কথা শুনে সকাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী রাউজান থেকে নগরীর পাথরঘাটাস্থ ইকবাল ভিলায় এসে জড়ো হন। তারা উৎসবমুখর পরিবেশে ফজলে করিম চৌধুরীকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান এবং সেখানে মনোনয়নপত্র দাখিল শেষে পুনরায় বাসায় পৌঁছে দেন।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুবলীগ নেতা সুমন দেসহ রাউজানের কয়েকজন ইউপি চেয়ারম্যান। মনোনয়ন জমা দিয়ে এবিএম ফজলে করিম চৌধুরী আদালত ভবনে উপস্থিত জনতা এবং তার সাথে আসা কর্মীদের উদ্দেশ্য করে আগামী নির্বাচনকে উৎসবমুখর করার আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর