বাঁশখালী প্রতিনিধি
দীর্ঘ সময় পর অবশেষে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১০৪ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদনের খবর জানা যায়। কমিটিতে নাঈম উদ্দীন মাহফুজকে সভাপতি ও মিজানুর রহমান তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে উক্ত কমিটিতে আইন বিষয়ক উপ সম্পাদক হয়েছেন ৪নং বাহার ছড়া ইউনিয়নের মোঃ ইদ্রীসের ছোট ছেলে আব্দুল্লাহ্ আল তৈয়ব।
তৈয়ব গণমাধ্যম কর্মীদের জানায়, আমি পারিবারিক সূত্রে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত আমার আপন বড়ো ভাই আমার অনুপ্রেরণা উনাকে দেখে আমি রাজনীতিতে নিজে সশরীরে জড়িয়ে যায়, উনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন বর্তমানে লন্ডনে প্রবাসে আছেন। আমি মনে করি এটা আমার জন্য অনেক বড়ো একটা দায়িত্ব কারণ জাতীয় নির্বাচন খুব সন্নিকটে এরমধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচন বানচাল করার জন্য। আর এই ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে রুখে দিতে একজন ছাত্রলীগের কর্মী হিসেবে এই দায়ভার আমার কাঁধেও পড়ে কাজেই আমি বাঁশখালী উপজেলা ছাত্রলীগের একজন কর্মী হিসেবে সবসময় রাজপথ দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী কারার জন্য প্রাণপন কাজ করে যাবো ইনশাআল্লাহ্ আমি নব গঠিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় সে সাথে সবাই কে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানায় ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
এদিকে তৈয়ব কমিটিতে স্থান পাওয়ায় আনন্দের আমেজ ছড়িয়ে গেছে তার এলাকায় এবং বন্ধু মহল ও রাজনৈতিক সহযোদ্ধাদের মাঝেও।