নিজস্ব প্রতিবেদক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ২৯১ চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য, চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম’র ট্রাস্ট চেয়ারম্যান, রিহ্যাব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওন’র চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী। আজ রবিবার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এরপর সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন আবদুল কৈয়ুম চৌধুরী।
তিনি বলেন, ‘আমি চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আশা করি আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন। মনোনয়ন পেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। এ জন্য চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মানুষের কাছে দোয়া চাই। যাতে এই নির্বাচনে জয় লাভ করে জনগণের সেবা করতে পারি।’
Leave a Reply