নিজস্ব প্রতিবেদক
চন্দনাইশ উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সাবেক সদস্য ও চন্দনাইশ সমিতি চট্টগ্রামের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী।
মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলার ইউনিয়নগুলোতে ১ হাজার ত্রাণ সামগ্রীর প্যাকেট এবং নগদ ৫ লাখ টাকা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের চৌধুরী, চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী দুলাল, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, সাবেক মেম্বার আইয়ুব আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা জাহেদুল ইসলাম (জাহি), যুবলীগ নেতা নুরুল ইসলাম রানা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন সুজন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক যথাক্রমে মাসুদ চৌধুরী, জাহেদ চৌধুরী, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফ, বরমা কলেজ ছাত্রলীগ সভাপতি আহাদুজ্জামান শাওন, চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজিব, ছাত্রলীগ নেতা নুরুল আবছার ফারাবী, রিয়াজ, আরফাত, ইরফান, জাফর সাদেক, মীর সাদ,মিজান,হিরু,এবি নোমান, তাহমিদ, জিহাদ প্রমুখ।