অনলাইন ডেস্ক
আজ ১২ ডিসেম্বর মঙ্গলবার নিউ স্টার ক্লাবের উদ্যোগে মরহুম আব্দুল মাবুদ স্মৃতি গোলকাপ অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। চট্টগ্রাম নগরীর বাড়ইপাড়াস্থ ৬ নং ওয়ার্ড অফিস সংলগ্ন দিগন্ত ক্লাব মাঠে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে ৪০ টি টিম অংশ নিচ্ছে।
রাত ৮ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম -৮ আসনের জাতীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নোমান আল মাহমুদ। প্রধান বক্তা থাকবেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম। বিশেষ অতিথি থাকবেন ‘ক’ ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর, গাসিয়াপাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক এমএ নাসের, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা জাবেদুল ইসলাম জাবেদ এবং ৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাপ্পি।
Leave a Reply