আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে গণসংযোগে জনতার ভালোবাসায় সিক্ত আবদুল জব্বার চৌধুরী


মুহাম্মদ আরফাত হোসেন

চট্টগ্রাম-১৪ তথা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে নাগরিক কমিটির স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. আবদুল জব্বার চৌধুরী চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড বদুরপাড়া থেকে শুরু করে চন্দনাইশ সদর, হারালা নয়া হাট, জিহস ফকির পাড়া, দক্ষিণ গাছবাড়িয়া, কলঘর হয়ে গাছবাড়িয়ার কলেজ গেইট পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেছেন।

১৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে তার গণসংযোগে আ’লীগের নেতাকর্মী ছাড়াও স্থানীয় অসংখ্য জনতা তার সাথে স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করেন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে পথচারীরাও তৃণমূলের মাটির মানুষের প্রিয় নেতা জব্বারকে হাত নেড়ে শুভেচ্ছা জানায়। এ সময় স্থানীয় জনতা ফুলের মালা দিয়ে আবদুল জব্বার চৌধুরীকে বরণ করে নেয়। ঘরবাড়ি থেকে বেরিয়ে এসে অসংখ্য নারী-পুরুষরা বলেন জনগণের দুঃখ-দুর্দশার কথা শোনেন এই জনপ্রিয় নেতা তাই তাকে আগামী ৭ জানুয়ারি ট্রাক মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করবে বলে প্রতিশ্রুতি দেন সর্বস্তরের জনসাধারণ। এসময় নাগরিক কমিটির স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. আবদুল জব্বার চৌধুরী বলেন, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার জনসাধারণ আমার জন্য দোয়া করবেন এবং আগামী ৭ জানুয়ারি বিপুল ভোটে জয়ী করার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান। এসময় গণসংযোগকালে উপস্থিত ছিলেন দক্ষিন জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম খান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, গাছবাড়িয়া কলেজের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী, আ’লীগ নেতা যথাক্রমে, আবুল কালাম, শওকত হোসেন ফিরোজ, নাছির, আমীর মো সাইফদ্দিন চৌ, কমিশনার মোজাম্মেল হকসহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর