এইচ, এম শহিদুল ইসলাম, পেকুয়ায়
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় সম্প্রতি অপহৃত স্কুল শিক্ষক মোঃ আরিফের (৪৮) লাশ উদ্ধার করা হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার বিকেল ৪টার সময় অপহৃত শিক্ষকের বাড়ির পাশের পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আজ সাড়ে তিনটার দিকে একটি ছেলে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে গেলে নাকে দুর্গন্ধ পায়। সে বিষয়টি শিক্ষকের পরিবারের লোকজনকে জানালে তাঁরা এসে লাশ দেখতে পান। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সঙ্গে ইট বাঁধা ছিল।
গত ২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পেকুয়া চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে মোঃ আরিফ অপহরণের শিকার হয়। তিনি স্থানীয় পেকুয়া সেন্ট্রাল স্কুলের অধ্যক্ষ ছিলেন। তিনি পেকুয়া সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকার বজল আহমদের ছেলে।
শিক্ষক আরিফের ছোট ভাই রিয়াদুল ইসলাম বলেন-জায়গাজমির বিরোধের কারণে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও তাঁর ভাইয়েরা আমার ভাইকে অপহরণের পর গুম করে রেখে হত্যা করেছে। হত্যার পর পায়ের সঙ্গে ইট বেঁধে দিয়ে আমাদের বাড়ির পরিত্যক্ত পুকুরে লাশ ফেলে দিয়েছে।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় চাঁদপুর থেকে একজনকে আটক করা হয়েছে।
Leave a Reply