আজ ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রীর নির্দেশনা মোতাবেক স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছি: আবদুচ ছালাম


অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সোয়া ১১টায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন জমা দেন তিনি।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ বড় দল। এবার প্রথমবারের মত জননেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়নের বাহিরে স্বতন্ত্র প্রার্থী হতে অনুমতি দিয়েছেন। আমি নেত্রীর নির্দেশনা মোতাবেক প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছি। আমি সারাজীবন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আশা করছি, নির্বাচনে বিপুল ভোটে আমি জয়লাভ করবো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর