অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় প্রবাহিত কর্ণফুলি নদী ও সংযুক্ত খাল সমূহের বিভিন্ন স্থানে ভাঙন রোধে তীর সংরক্ষণ প্রকল্পের অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আবদুচ ছালাম। মঙ্গলবার (২৮ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি অনুমোদন পাওয়ার পর গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এ ধন্যবাদ জ্ঞাপন করেন আবদুচ ছালাম এমপি।
আরও পড়ুন কে হচ্ছেন বোয়ালখালী উপজেলার কাণ্ডারী?
বিবৃতিতে তিনি বলেন, ‘বোয়ালখালী উপজেলার জন্য এ প্রকল্প আশীর্বাদ স্বরুপ কাজ করবে। নদী ভাঙনের কারণে প্রতি বছর ফসল উৎপাদন ব্যহত হয় এবং উৎপাদিত ফসলেরও ব্যাপক ক্ষতি হয়। এ প্রকল্প বাস্তবায়ন হলে এসব সমস্যা থেকে বোয়ালখালীর জনসাধারণ মুক্তি পাবে। এছাড়া প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ ভবন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও দোকানপাট, মসজিদ, মাদ্রাসা এবং পাকা রাস্তা ফসলি জমিসহ কোটি কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হবে। জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি, আকস্মিক পাহাড়ী ঢলের কারণে সৃষ্ট নদী-খাল সমূহের তীর ভাঙন রোধে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৩২ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকা। প্রকল্পটির মেয়াদ চলতি বছরের ১ জানুয়ারী থেকে শুরু হয়ে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। পানি সম্পদ মন্ত্রনালয়ের উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড ও পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সেক্টর কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ।
Leave a Reply