অনলাইন ডেস্ক
হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের পশ্চিম ছড়ারকুল বালুর ঢাল এলাকায় ট্রেনে কাটা পড়ে লিংকন দেবনাথ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান হাটহাজারী মডেল থানার এসআই গোফরান। তিনি জানান, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া লিংকন দেবনাথ চৌধুরীহাট এলাকার ৫ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ির বাসিন্দা। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লিংকন দেবনাথ চৌধুরীহাট এলাকার একটি ফার্মেসিতে চাকরি করেন। বাড়িতে যাওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান। হাটহাজারী মডেল থানার ওসি (অপারেশন) মোল্লা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ফতেয়াবাদ এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক মারা গেছেন৷ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply