ইকবাল হোসেন, সাতকানিয়াঃ বন্যার পর ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বৈদ্যুতিক তার। বুধবার (৩০ আগস্ট) সকালে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে তেমনই একটি তারে হাত স্পর্শ হয়ে যাওয়ায় অকালমৃত্যু ঘটেছে মো.আশেক মিয়া (৩১) নামের এক ব্যক্তির।
স্থানীয়রা জানান, ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের একটি জলাভূমিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ সঞ্চালন খুঁটির তারের শর্ট খেয়ে মারা যান তিনি। ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া মো.আশেক মিয়া মনোহর চৌধুরী পাড়া সংলগ্ন মাঝের পাড়া এলাকার মৃত ঈসমাইলের ছেলে।
এ প্রসঙ্গে আলাপকালে ইউপি সদস্য মো:আরিফুর রহমান চাটগাঁর সংবাদকে বলেন, ‘নিহত যুবক জলাভূমিতে মাছ ধরার সময় অসাবধানতাবসত বৈদ্যুতিক খুঁটির সাথে লাগোয়া তারে ভর দিয়ে রাস্তায় উঠতে চেয়েছিলো, ওইসময় শর্ট লেগে তার মৃত্যু হয়।’
ইউপি সদস্য আরো বলেন, ‘এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় সাতকানিয়া থানার ওসি ও স্থানীয় গণ্যমান্যরাসহ মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছেন এবং বিদ্যুৎ বিভাগকে বিষয়টি জানানো হলে ঝুঁকিপূর্ণ তারটি অপসারণ করা হয়েছে।’