মোঃ শোয়াইব,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধি
হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ আগষ্ট) বিকাল ৫ টার দিকে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহতের বাড়ির বাসিন্দা মোঃ রফিকুল ইসলামের ২য় পুত্র মোঃ রকিবুল হক তুষার (২৮) আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে তুষারের স্বপ্ন ছিলো সে ক্রিকেটার হবে।সে স্বপ্ন পূরণে অনেকটা মোটামোটি এগিয়ে ছিলো সে। কোন একটা ক্লাবে নিয়মিত অনুশীলন ও করতো। দেশের বিভিন্ন জায়গায় খেলেছে সে।গত কয়েকমাস পূর্বে যে ক্লাবে অনুশীলন করে, সে ক্লাবে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ক্যাপ্টেন সাকিব আল হাসানের সাথে সরাসরি দেখা বা পারফরমেন্স দেখানোর সুযোগ হয় তুষারের।সে পারফরমেন্স দেখাতে গিয়ে ফিল্ডিং করার সময় হাতে ইন্জুরি হয় তুষারের। ডাক্তারের পরামর্শ ও যেন আর খেলার মধ্যে না যায়, খেলা থেকে ছিটকে পড়ে সে ভারসাম্যহীন হয়ে পড়ে।কারো সাথে তেমন কথা বার্তা বলে না, একা একা থাকতে শুরু করেন।হঠাৎ কেনো আত্মহত্যা পথ বেঁচে নিয়েছে তা কেউ কল্পনা করতে পারছেনা।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাটহাজারী মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক মোঃ কবির জানান, স্থানীয়দের মাধ্যমে এক যুবকের লাশ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রদান করা হয়েছে, রিপোর্ট পেলে জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।