এইচ.এম.এম.সাইফুদ্দীন, ফটিকছড়ি:
ভূজপুর থানাধীনস্থ নারায়ণহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা ফাজিল (ডিগ্রী) স্তরে পাঠদানের অনুমতি পাওয়ায় শুকরিয়া সভা (১৬ মে) বৃহস্পতিবার সকাল ১০টায় মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়।
অত্র গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রকিবুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি আসনের সাংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এম.পি।
স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আ.ও.ম ফারুক হোসাইন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী, ভূজপুর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, জেলা শিক্ষা অফিসার চট্টগ্রাম রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও সাবেক গভর্নিং বডির সভাপতি মো: ইব্রাহীম,মোঃ হারুন রশিদ, মির্জার হাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের চৌধুরী, নারায়ণহাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নুরুল আমিন, প্রাক্তন ছাত্র পরিষদের সচিব আবুল হোসেন।
অত্র মাদরাসার সহকারী অধ্যাপক রাশেদুল আনোয়ার ও প্রভাষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ভূজপুরের বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ,সুপার, স্কুলের প্রধান শিক্ষক,বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অত্র মাদরাসার অধ্যক্ষ আ.ও.ম.ফারুক হোসাইন বলেন, ১৯৪৫ সালে থানাধীন নারায়ণহাট ইউপিস্থ নারায়ণহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা নামে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৭৯ বছর পর ফাজিল বি.এ (স্নাতক) পাঠদানের অনুমতি পেয়েছে। উত্তর ফটিকছড়ি তথা ভূজপুরে এটিই প্রথম ফাযিল মাদরাসায় রুপান্তর হলো। আগামী ২০২৪-২৫ সেশনে ভর্তি করা হবে।
Leave a Reply