আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে হাঁপানি ও শ্বাসকষ্ট জনিত কারণে এক কিশোরের মৃত্যু


চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে হাঁপানি ও শ্বাসকষ্ট জনিত কারণে হাফেজ মোঃ আবু রায়হান নামে ১৯ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা হাঁপানি ও শ্বাসকষ্ট জনিত কারণে মারা গিয়ে থাকতে পারে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর বাদামতল রেল ষ্টেশন সংলগ্ন গার্ড রুমের সামনে থেকে পুলিশ লাশটি উদ্ধার করেন। মোঃ আবু রায়হান কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোঃ ইদ্রিসের ৩য় ছেলে বলে জানা যায়। সে বাঁশখালী পুঁইছড়ি মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী। জানাযায়, ঘটনার দিন বুধবার দিবাগত রাতে মৃত অবস্থায় কাঞ্চননগর বাদামতল রেলওয়ে ষ্টেশন সংলগ্ন গার্ড রুমের সামনে লাশটি পড়ে থাকে।

এই অবস্থায় থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ। মোঃ ইদ্রিস জানান, আমার ছেলে কোরানের হাফেজ। বাঁশখালী পুঁইছড়ি মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র। দীর্ঘদিন ধরে হাঁপানি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। ১৫-২০ দিন আগে কাজের সন্ধানে চন্দনাইশে আসেন। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করার জন্য আবেদন করা হচ্ছে।

এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর