সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের ছদাহা হাজী ছগির আহমদ অটো গ্যাস স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে গত (২৮ নভেম্বর) সোমবার ১হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম। গ্রেফতারকৃত মোহাম্মদ মুছা (২২) কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ৮-ই, ব্লক বি-১৫ এর মৃত কবির আহমদের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোঃ আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।