আজ ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে ট্রাকের সাথে সংঘর্ষে এক ব্যক্তি নিহত


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী

বোয়ালখালীতে ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষ হয়ে মোটরসাইকেল আরোহী দিগন্ত বড়ুয়া (৩২) নামে এক তরতাজা প্রান ঝরে গেল। নিহত দিগন্ত বড়ুয়া রাউজান উপজেলার হোয়াড়া পাড়া এলাকার তাপস বড়ুয়ার ছেলে বলে জানা গেছে।

রোববার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আরকান সড়কের শাকপুরা হাজী নুরুল হক ডিগ্রী কলেজর সামনে এ দুর্ঘটনা ঘটে।

এসময় মোটরসাইকেলে বসা আরেক আরোহী রাতুল বড়ুয়া (৩২) আহত হন। রাতুল একই উপজেলার আবুরখীল গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, দুর্ঘটনায় দুই জনকে জরুরি বিভাগে আনলে দিগন্ত বড়ুয়াকে মৃত ঘোষণা করা হয়েছে এবং আহত রাতুল বড়ুয়ার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্হানান্তর করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ আছহাব উদ্দীন বলেন, আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে দিগন্ত বড়ুয়া নামের এক ব্যাক্তির লাস উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্হা করছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর